মাথাভাঙ্গা নদীর তীরে গড়ে উঠা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল খলিসাকুন্ডি ইউনিয়ন । আজ খলিসাকুন্ডি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল। ইউনিয়ন পরিষদের অবস্থান কুষ্টিয়া-মেহেরপুর সংযোগ সড়কের মাথা ভাঙ্গা নদীর ব্রীজ থেকে মাত্র ৪০০ গজ পূর্ব দিকে।
ক) নাম -১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদ।
স্থাপিতঃ ১৯৬৩ সাল ইং।
খ) আয়তন – ১৭ (বর্গ কিঃ মিঃ)প্রায়
গ) লোকসংখ্যা – ৪৩,০০০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৭ টি।
ঙ) মৌজার সংখ্যা –১১ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৭ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ ভ্যান।
জ) শিক্ষার হার – ৬১%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি(বালিকা সহ)।
নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ঃ ২ টি।
মাদ্রাসা- ২টি।
কলেজ-১ টি।
ঝ) দায়ীত্বরত চেয়ারম্যান(প্যানেল) –জনাব মোঃ আব্দুল্লাহেল বাছিদ(মিঠু)
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-
১) মসজিদ- ২৫ টি।
২) মন্দির- ৩ টি।
৩) মাজার শরিফ-৩টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – উদয় নগর সাইফন ব্রীজ।
ঠ) গুরুত্ব পূর্ন সড়ক সুমহঃ
ক) কুষ্টিয়া-মেহেরপুর সংযোগ সড়ক।
খ) খলিসাকুন্ডি- দৌলতপুর সংযোগ সড়ক নির্মানাধিন।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১০/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
খলিসাকুন্ডি উদয় নগর মালিপাড়া
মৌবাড়ীয়া শ্যামপুর কুলবাড়ীয়া
প্রতাবপুর কামালপুর নজীবপুর
আব্দুলপুর ছিলিমপুর শ্যামনগর
পিপুলবাড়ীয়া আংদিয়া গাছের-দাইড়
ওমরপুর ছাতারপাড়া
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৪) ইউনিয়ন দফাদার- ১ জন।
৫) ইউ আই এস সি উদ্যোক্তা- ২ জন।