Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

সাংস্কৃতিক সংগঠন

 

    খলিসাকুন্ডি ইউনিয়নের  প্রান কেন্দ্রে  অবস্থিত গান প্রেমি আক্কাচ আলীর  সাংস্কৃতি সংগঠন। এছাড়া খলিসাকুন্ডির মাজার শরিফ গুলোতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

 

 

 

 

দৌলতপুর উপজেলা কুষ্টিয়া জেলার অধীনে একটি উপজেলা। দৌলতপুর উপজেলার আয়তন ৪৬১ বর্গ কিলোমিটার। এর উত্তরে বাঘা ও লালপুর, দক্ষিণে গাংনী ও মিরপুর, পুর্বে ভেড়ামারা ও মিরপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। মাথাভাঙ্গা ও পদ্মা এই উপজেলার প্রধান নদী। এছাড়া হিসনা নামের আরো একটি নদী দৌলতপুর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে।