উদয়নগর সাইফোন ব্রীজ বন্যা মৌসুমে মাথাভাঙ্গা নদি ও সাগরখালি প্লাবন রক্ষাবাধ। এই বাধ সাগরখালি নদির পানি নিশ্বকাশন করে এবং মাথাভাঙ্গা নদির পানির প্লাবন থেকে রক্ষাকরে। এটি ইউনিয়নের সর্বোচ্চ দর্শনীয় স্থান।ব্রিজ বলতে আমাদের সামনে কি ভেসে উঠে ??? নিচে পানি আর উপরে সেটা পার হওয়ার কিছু একটা... যেমন: যমুনা ব্রিজ কিন্তু এর ব্যতিক্রম যে নাই তা কিন্তু না..... মানে ব্রিজটাই নদীর উপর আবার ব্রিজটাই একটা ... সাইফুন বলে। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প, গঙ্গা-কপোতক্ষ সেচ প্রকল্পে এমন কিছু সাইফুন আছে যেখানে পানি সঞ্চালনের জন্য খাল করা হয়েছে সড়ক বা জমির উপর দিয়ে। এখনও কয়েকটা আছে। সঠিক জায়গা এ মুহূর্তে দিতে পারছি না, তবে নিশ্চিত করে বলতে পারি এই প্রযুক্তি বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা অনেক আগেই সফলভাবে প্রয়োগ করেছেন